সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর জেলা সমিতির নেতৃত্বে সুমন - মূয়ীজ


রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলাস্থ শিক্ষার্থীদের সংগঠন “দিনাজপুর জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি - রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ” কার্যকরী পরিষদ গঠন করেছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মূয়ীজ মোহতাসিম ইসলাম।



শুক্রবার (২৭শে ডিসেম্বর)  আগামী এক বছরের জন্য কার্যকরী পরিষদ ঘোষণা করেছে সংগঠনটি। এতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন -



রাকেশ্বর রায় (সহ-সভাপতি), মো: আবু সাঈদ (সহ-সভাপতি), রায়হান আলী (যুগ্ম সাধারণ সম্পাদক), আয়সা সিদ্দিকা খুশি (সাংগঠনিক সম্পাদক), সুনীল চন্দ্র রায় (কোষাধ্যক্ষ)। 



বিভিন্ন সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন মোছা: নাজমীন আক্তার রিপা (দপ্তর), জীবন রায় (প্রচার), রুহিনা আফরিন রিমা (শিল্প ও সংস্কৃতি), মুরশিদা আক্তার মনি (তথ্য ও প্রযুক্তি), মো: মামুন মিয়া (ক্রীড়া), হৈমন্তী রায় (সমাজসেবা), মোছা: আমজিরা নওশিন স্মৃতি (ছাত্রী)। পাশাপাশি কার্যকরী সদস্যপদ পেয়েছেন মমিনা আক্তার মিতু, সায়মা আইরিন, তমা দেবনাথ নিশি।



এসোসিয়েশনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হিমেল বলেন, “দিনাজপুর জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি - রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ” এর সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সেই সাথে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে এবং সংগঠনের বাকি সদস্যদের সাথে নিয়ে আমরা সব সময় কাজ করে যাবো।”

Post a Comment

নবীনতর পূর্বতন