সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


 

 

 বদলগাছীতে সিনিয়র সাংবাদিক আবু সাঈদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি,

বদলগাছীতে সিনিয়র সাংবাদিক আবু সাঈদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গত ১৮ ই ডিসেম্বর বুধবার বিকেল ৩ টায় হঠাৎ অসুস্থ হয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হোন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ। অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত  চিকিৎসক গণ তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পৌছলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গণ তাকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় তার রুহের মাগফেরাত কামনায় বদলগাছী প্রেসক্লাব এক দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেন।
উক্ত দোয়া মাহফিল ও স্মরণ সভায় বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম (দবির) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায়  উপস্থিত থেকে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান স,ম, ফজলুল হক বাচ্চু, সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বদলগাছী কারিগরি ও বানিজ্যিক কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া সরদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম, সম্পাদক তারিকুল ইসলাম হালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলা, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু,সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিক হোসেন, নির্বাহী সদস্য মোঃ রবিউল আউয়াল, সদস্য সাদেকুল ইসলাম উজ্জ্বল, সদস্য নূর ই আলম সিদ্দিক উজ্জ্বল, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান সহ প্রমুখ সাংবাদিক।
পরিশেষে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলের সভাপতি শহিদুল ইসলাম দবির এর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন