সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


 

নেত্রকোণা কেন্দুয়ায় আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

 
মোঃ মোফাজ্জল হোসেন(কেন্দুয়া)নেত্রকোনা প্রতিনিধিঃ


কেন্দুয়া পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস  “প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এ প্রতিপাদ্য বিষয়কে  নিয়ে নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুদুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর খাইয়ুম, উপজেলা এলজিইডি প্রোকৌশলী আল আমিন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব নূরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল আলম, কেন্দুয়া ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম জিলানী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা মা, বাবা, স্ত্রী-সন্তানের মায়া ত্যাগ করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রবাসীরা আমাদের দেশের উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার। তারা আমাদের দেশের রেমিট্যান্সযোদ্ধা। তাদের রেমিট্যান্সে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই রেমিট্যান্স প্রেরণকারী পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মাননা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব।
সভার সভাপতি সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদুল হাসান বলেন,  প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সকল অংশীদারদের একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যেতে, তাদের ছেলেমেয়েদের উপবৃত্তি প্রদানে, ব্যাংক লোন নেয়াসহ যেকোনও সেবা পেতে যেন ক্ষতির মুখে না পড়েন এবং কোনও হেনস্থার শিকার না হন সেদিকে সকলেই সজাগ থাকতে হবে। যে যার অবস্থান থেকে প্রবাসীদের রক্ষা করতে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সাধ্যমতো সেবা প্রদানে সকলকে সোচ্চার থাকার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুল রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মির্জা মোহাম্মদ সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রহমান ও স্থানীয় সাংবাদিকগন।

Post a Comment

নবীনতর পূর্বতন