নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
মোঃ ফরহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
বদলগাছীতে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস “প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা প্রশাসনের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুব হাসান এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সাজসেবা কর্মকর্তা মো. রাজিব আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ সার্জন মো. নাজমুল ইসলাম, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল সিলাম, বদলগাছী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা শাহরিয়ার জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মো. ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব বাসুদেব চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা. সাবরিন মোস্তারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাংবাদিক হাসানুজ্জামান, সাংবাদিক মেহেদী হাসান (সবুজ) সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা মা, বাবা, স্ত্রী-সন্তানের মায়া ত্যাগ করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রবাসীরা আমাদের দেশের উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার। তারা আমাদের দেশের রেমিট্যান্সযোদ্ধা। তাদের রেমিট্যান্সে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই রেমিট্যান্স প্রেরণকারী পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মাননা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব।
সভার সভাপতি জনাব মাহবুব হাসান বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সকল অংশীদারদের একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যেতে, তাদের ছেলেমেয়েদের উপবৃত্তি প্রদানে, ব্যাংক লোন নেয়াসহ যেকোনও সেবা পেতে যেন ক্ষতির মুখে না পড়েন এবং কোনও হেনস্থার শিকার না হন সেদিকে সকলেই সজাগ থাকতে হবে। যে যার অবস্থান থেকে প্রবাসীদের রক্ষা করতে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সাধ্যমতো সেবা প্রদানে সকলকে সোচ্চার থাকার আহবান জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন