সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য হলেন,বাগমারা'র ছাত্রনেতা-(সোহেল রানা)



নিজস্ব প্রতিনিধি-


রাজশাহীর-বাগমারা'র  উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের ৪ নং  ওয়ার্ড পলাশী গ্রামের মোঃ আ: সোবহান সোনার এর ছেলে মোঃ সোহেল রানা। 

বাগমারা'র দীর্ঘদিনের  জাতীয় পার্টি সাংসদ সদস্য প্রার্থী ও বাগমারা'র  পুলিশিং কমিটির সভাপতি "মৃত" আবু তালেব প্রামানিক  হাত ধরে ছাত্র রাজনীতিতে যোগদান, ছাত্রজীবন ২০১৩ সাল থেকে  জাতীয় পার্টি সহযোগী সংগঠন "জাতীয় ছাত্র সমাজ"জের সদস্য  হিসাবে লড়াই সংগ্রামে যুক্ত হন।  জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব  হিসাবে ২০১৪ সাল থেকে ২০২২ সালের কমিটিতে পুনরায় ছাত্র সমাজের সদস্য  সচিব হিসাবে দলীয় পদে লড়াই  সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সহ বর্তমানে বাগমারা উপজেলা  জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব হিসেবে কাজ করছেন। এছাড়া বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনে বাগমারার ছাত্রদের  পাশে ও আওয়ামীলীগ ও ছাত্রলীগের  বিরুদ্ধে বার বার সাধারণ  ছাত্রদের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম চালিয়ে আসতেছিলেন সোহেল  রানা।হাজার চড়ান্ত মাঝেও গ্রামের সাধারণ পরিবার থেকে  অন্যরা  যখন বিভিন্ন দলে অন্তর্ভুক্ত, তখনি জাতীয় পাটির আর্দশে  অনুপানিত ও অনুপ্রেরণায় নিজের ইচ্ছা'য় মানুষ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন  জাতীয় পার্টির সহযোগী সংগঠনে। দলের পদের বিষয়ে সোহেল রানা বলেন, আমাকে জাতীয়  ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী আহবায়ক কমিটিতে সদস্য পদে  নির্বাচিত ও মনোনীত করাই, 

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মাননীয়  মহাসচিব মুজিবুল হক চুন্নু জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক মারুফ ইসলাম  তালুকদার প্রিন্স ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাজমুল  হোসেন রেজা ও সদস্য সচিব মো: আরিফ আলী কে জাতীয় ছাত্র  সমাজ রাজশাহী জেলা ও বাগমারা শাখার পক্ষ থেকে এরশাদীও  শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Post a Comment

নবীনতর পূর্বতন