জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, রাজশাহী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে রাজশাহী জেলা শাখা আহবায়ক হিসেবে মাহবুব আলম জনি ও মোঃ নাসিম পারভেজ সদস্য সচিব মনোনিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন খোকন, যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ, মোঃ মারুফ উল ইসলাম, মোঃ আবু জার, মানজারুল হক শাকিল, মোঃ মুসফিকুল রহমান ফুয়াদ ও মোঃ শাখাওয়াত হোসাইন।
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম- কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত প্রতিষ্ঠান বা, ইউনিটের আইনের ছাত্র-ছাত্রীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে নতুন সদস্য সংগ্রহ এবং উক্ত ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এই আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন কমিটির আহ্বায়ক মাহবুব আলম জনি ও সদস্য সচিব মোঃ নাসিম পারভেজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর।
একটি মন্তব্য পোস্ট করুন