সন্ধানে বাংলাদেশ সংবাদ




 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ করেছেন ছাত্রদল নেতা আবুল হোসাইন

মোফাজ্জল হোসেন ( কেন্দুয়া ) নেত্রকোনা প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম  জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন কেন্দুয়া উপজেলা কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, শিক্ষানুরাগী, মেধাবী ছাত্রনেতা মোঃ আবুল হোসাইন।

রবিবার (১৯ জানুয়ারি) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পৌর সদরের কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বেলা ২টার দিকে এসব শীতবস্ত্র (কম্বল) করা হয়।

ছাত্রদল নেতা মো. আবুল হোসাইন বলেন- আজ আমরা মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করছি। তিনি ছিলেন বাংলাদেশের এক অবিস্মরণীয় নেতা, যাঁর সাহস, নেতৃত্ব এবং ত্যাগের জন্য বাংলাদেশ আজকে এক সুদৃঢ় জাতীয় পরিচয় লাভ করেছে।

জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের এক রণাঙ্গনের নেতা, যাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তিনি শুধু মুক্তিযুদ্ধের বীর সেনানী ছিলেন না, বরং একজন রাষ্ট্রনায়ক হিসেবে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

তাঁর আদর্শ, দেশপ্রেম ও আপসহীন মনোভাব আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস। ছাত্রদল, যা তাঁর নেতৃত্বের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, আজও তাঁর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ছাত্রসমাজের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

আজকের এই বিশেষ দিনটি আমাদের শপথ নেয়ার দিন, যাতে আমরা তাঁর আদর্শে প্রেরিত হয়ে আমাদের দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যেতে পারি। শহীদ জিয়া আমাদের শিখিয়ে গেছেন, দেশকে ভালোবাসা এবং তার প্রতি দায়বদ্ধতা শুধু কথায় নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণিত হয়।

আমি বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথেই আমরা চলতে পারলে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে। তাঁর আত্মত্যাগ এবং মহান আদর্শ আমাদের প্রেরণা দেয়, এবং আমরা দৃঢ়ভাবে সংগ্রাম চালিয়ে যাব, যেন একদিন আমরা তাঁর স্বপ্নের সোনালী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর যুবদলের সদস্য সচিব, সাইফুল ইসলাম খান শান্তি ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলী, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহম্মেদ, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলেয়মান, উপজেলা যুবদল নেতা রফিক, হুমায়ুন, ছাত্রনেতা রাজন, খাইরুল, রাফি, লিটন, সাগর, শুভ, সজিব প্রমূখ।

Post a Comment

নবীনতর পূর্বতন