সন্ধানে বাংলাদেশ সংবাদ

  


 

 

ফুলবাড়ীতে তিন ট্রাক্টর মালিককে এক লক্ষ টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি

আইন অমান্য করে সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ীর বেতদিঘী ইউনিয়নের চিন্তামন(রহমতপুরে) স্থানীয় সুমন চৌধুরী তিনি তার জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে সেই মাটি ট্রাক্টরে করে পুকুর ভরাট করছিলেন।সংবাদকর্মীদের মাধ্যমে এমন খবর পেয়ে সহকারী কমিশনার ভূমির নির্দেশে অফিসার ইনচার্জ এ কে এম মহিব্বুল ইসলাম এসআই রিজওয়ান নেতৃত্বে ঘটনাস্থলে একটি টিম পাঠান।ঘটনাস্থল থেকে এসে রেজওয়ান তিনটি ট্রাক্টর ও একটি ভেকু জব্দ করেন।
পরবর্তীতে ভেকুর ব্যাটারি খুলে রেখে  ওই তিন ট্রাক্টর মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি)জাফর আরিফ চৌধুরী।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(তদন্ত)আব্দুল্লা আল মামুন বলেন,জব্দকৃত ট্রাক্টর গুলি থানা হেফাজতে নেবার সময় বাধা দিতে আসেন সুমন চৌধুরী ও তার লোকজন।এ সময় প্রশাসনের তৎপরতায় তাদের সে অপচেষ্টা বিফলে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন