নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিসংযোগ, থানায় মামলা
মোঃ মিজানুর রহমান মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ
নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িতে (টয়োটা হাইব্রিড(CHR)- ঢাকা ৬৭৪/ম) আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১লা জানুয়ারি জেলার মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামে এঘটনা ঘটে। এব্যপারে ভুক্তভোগী ওই এলাকার ইট প্রস্তুত ব্যবাসয়ী মোঃ রুহুল আমীন মহাদেবপুর থানায় উপস্থিত হয়ে একই উপজেলার শিবরামপুর এলাকার হারুন অর রশিদ সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায় ওই দিন ভোর ৫ টার সময় হঠাৎ গাড়ির টায়ার ব্লাস্ট
হওয়ার শব্দে ভুক্তভোগী রুহুল আমীন এর
ঘুম ভেঙ্গে যায় এবং তিনি তৎক্ষনাৎ গ্যারেজে গিয়ে দেখেন যে তার ব্যবহৃত গাড়িটি আগুনে পুড়ছে।
এসময় অভিযুক্ত হারুন অর রশিদ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবিষয়ে রুহুল আমীন বলেন, আমি ঘটনার দিন রাতে গাড়িটি আামার গ্যারেজে রেখে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়ি, আনুমানিক ভোর ৪.৩০-৫ টার সময় হঠাৎ বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে গেলে তৎক্ষনাৎ বাহিরে বের হয়ে দেখি আামর ব্যবহৃত মাইক্রোবাসটি আগুনে পুড়ছে।
ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় হারুন অর রশিদ সহ আরো ৩/৪ জনকে পালিয়ে যেতে দেখেছি তবে বৈদ্যুতিক আলোয় হারুন অর রশিদ ছাড়া কাউকে স্পষ্ট দেখতে পাননি বলে জানান তিনি ।
সেই সাথে পূর্ব শত্রুতার কথা উল্লেখসহ বিগত কিছু দিন যাবৎ অভিযুক্ত হারুন অর রশিদ তাকে বিভিন্নভাবে হত্যার হুমকিসহ নানান ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলেও জানান তিনি।
এমন অপকর্মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়ে তিনি আরও বলেন, আমার এই গাড়িটি মহাদেবপুর থানা পুলিশ রাত্রি কালিন পেট্রোল ডিউটির কাজেও ব্যবহার করতো। আমি দেশের আইনশৃঙ্খলার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, আমি চাই আমার সাথে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হোক এবং আমার গাড়ির সমমূল্যের ক্ষতিপূরণ আদায় করা হোক।
এব্যবারে স্থানীয় একাধিক ব্যক্তিদের সাথে কথা হলে গাড়িতে আগুন লাগার ঘটনার সত্যতা স্বীকার করলেও উক্ত ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছেন সে বিষয়ে কোন সুস্পষ্ট তথ্য কেউ দিতে পারেন নি।
অভিযুক্ত হারুন অর রশিদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে না পাওয়াই তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি বারবার তার বাড়িতে গিয়ে খোঁজ করে তাকে পাওয়া যায়নি।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, গাড়িতে আগুন দেওয়ার ব্যপারে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি স্থানীয় প্রশাসন আমলে নিয়ে তদন্তভার আমাকে দিয়েছেন। তদন্ত চলছে, শেষ হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন