বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি), বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, কেন্দুয়া-আটপাড়া উপজেলার গণমানুষের সেবক ও নেত্রকোণা- ৩ আসনের বিএনপির (ধানের শীষ) মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসানের সভাপতিত্বে ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন- জুলাই বিপ্লবের পাঁচ মাস অতিবাহিত হচ্ছে। ছাত্র আন্দোলনকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু বিএনপির অবদানও কম নয়। ছাত্র আন্দোলনে বিএনপির পূর্ণ সমর্থন না থাকলে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা কোনভাবেই সম্ভব ছিল না। বিগত অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে একমাত্র বিএনপিই ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত ছিল।
রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ইয়ূথ ফোরামের আয়োজনে “অভ্যুত্থানের পাঁচ মাস, আকাঙ্খা ও শঙ্কা” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি আরোও অনেকেই।
একটি মন্তব্য পোস্ট করুন