সন্ধানে বাংলাদেশ সংবাদ

 





কালিগনজের হানিফপুরে আলমসাধু দুর্ঘটনায় ৫-৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান 


শিশুটি আলমসাধু দুর্ঘটনায় পেটে হুক বিদ্ধ হয়ে মারা যায়, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।



ঝিনাইদহের কালিগনজ উপজেলার গুড়দহ দওনগর সড়কের হানিফপুর চৌরাস্তা নামক স্থানে গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মোছাঃ আনিশা খাতুন (৫-৬ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা ,ইনামুল, এবং তার পরিবার একটি আলমসাধু গাড়ি করে মৃত্য বাড়ি থেকে কালিগনজ রওনা দেয়। দুর্ঘটনাটি ঘটে রাস্তার পাশের একটি ছাগল হঠাৎ রাস্তায় চলে আসার ফলে। আলমসাধু ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।  



দুর্ঘটনাস্থলে শিশুটি গাড়ির মাঝখানে পড়ে যায় এবং আলমসাধুর সাইডে থাকা দড়ি বাধা হুক শিশুটির পেটে বিদ্ধ হয়ে যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।  



এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, “এত ছোট একটা শিশুর অকাল মৃত্যু দেখে সবাই হতবাক। তার পরিবারের জন্য আমাদের গভীর সমবেদনা।”

Post a Comment

নবীনতর পূর্বতন