সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




ডোমার থানায় অফিসার ইনচার্জ আরিফুজ্জামান জয়েন করার পর থেকেই পাল্টে গেছে ডোমারের সাধারণ চিত্র




মোঃরাজু মিয়া সোহাগ 

রংপুর বিভাগীয় প্রধানঃ





নীলফামারী জেলার 

ডোমার থানায় অফিসার ইনচার্জ আরিফুজ্জামান জয়েন করার পর থেকেই পাল্টে গেছে ডোমারের আইনশৃঙ্খলার পরিস্থিতি, সেবা পাচ্ছে সাধারণ মানুষ। 

মুক্তি পেয়েছে মাদক, জুয়া, চুরি, শক্ত হাতে ঘায়েল করেছেন ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুজ্জামান। আগের চেয়েও সুন্দরভাবে সেবা পাচ্ছে সাধারণ মানুষরা বাড়তি কোন টাকা-পয়সা খরচ করতে হচ্ছে না থানায় গিয়ে। 

সেবা পাচ্ছে জনসাধারণ মানুষরা। তবে ডোমার থানার আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ আরিফুজ্জামান বলেন আমার কাছে যারা সেবা নিতে আসে আমি শতভাগ চেষ্টা করি তাদের কথাগুলো শুনে সেই অনুযায়ী সেবা দেওয়ার জন্য। তিনি আরো বলেন  কোন একটা মহল উঠেপড়ে লেগেছে আমার পিছনে আমি ভালো ভাবে সেবা দিচ্ছি সাধারণ মানুষদেরকে কাজ করতেছি জনসাধারণের তথ্য অনুযায়ী। তারা হয়তোবা আমার থানায় সেভাবে সুবিধা পাচ্ছে না এই জন্য আমার পিছে লেগে করতেছেন ভিত্তিহীন রিপোর্ট। এবং এই রিপোর্টের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো আমি এবং আমার থানার বিরুদ্ধে ভিত্তিহীন খবর অপোপ্রচারের জন্য।

Post a Comment

নবীনতর পূর্বতন