সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বদলগাছীতে মহানবীর অবমাননাকারীদের ফাঁসিসহ ১৫ দফার দাবীতে সমাবেশ 


মোঃ ফরহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি:


মহানবী (সা.) এর অবমাননাকারীদের ফাঁসিসহ ১৫ দফা দাবীতে নওগাঁর বদলগাছী চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা ও শ্রমিক সংগঠন। 

১৩ জানুয়ারী (সোমবার) সকাল ১০ টায় ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা ও শ্রমিক সংগঠনের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা ও শ্রমিক সংগঠনের সভাপতি মুহম্মদ শামীম ফারুক খান, সাধারণ সম্পাদক মুহম্মদ আব্দুল হামিদ প্রেস প্রতিনিধি মুহম্মদ রিদ্বওয়ান রাব্বী, মুহম্মদ আব্দুল খালেক খান, মোতাহার হোসেন চৌধুরী, মুকুল হোসেন খান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "নবীজীর দুশমন, কাট্টা কাফির, কুলাঙ্গার বক্তা মিজানুর রহমান আযহারী তার বক্তব্যে প্রিয় নবীজী ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনাকে "কাউবয়', 'টেলেন্ট হান্টার' এবং অনুরূপ অনেক মানহানীমূলক শব্দ বলে সম্বোধন করে চরম কুফরী করেছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ! আমরা নবীজীর দুশমন কুলাঙ্গার বক্তা মিজান আযহারী ও তার সমগোত্রীয় কুলাঙ্গার আমির হামজা ও কুলাঙ্গার রফিক আফসারীসহ যারা প্রাণপ্রিয় নবীজী হুল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী করে এবং নবীজী উনার শানে কটূক্তি বা ব্যঙ্গ করে তাদের সকলের অবশ্যই 'ফাঁসি দাবী করছি। "নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে কোনও কুলাঙ্গার মানহানী করলে অবশ্যই তার শরঈ শাস্তি 'ফাঁসি' বাস্তবায়ন করতেই হবে। পৃথিবীর যেকোনো প্রান্তে কেউ উনার মুবারক শানে বেয়াদবি করলে তার একমাত্র শরয়ী শাস্তি 'ফাঁসি' দিতেই হবে এবং তা বাস্তবায়নের জন্য আমাদের দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। সাথে সাথে এদের বক্তৃতার যারা আয়োজন করবে তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং শরয়ী শাস্তিবাস্তবায়ন করতে হবে। এদের শরয়ী শাস্তি 'কতল' বা 'ফাঁসি' বাস্তবায়ন করা উম্মতের জন্য ফরজ। তাই আমরা ওইসব কুলাঙ্গারদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই। সেই সাথে তাদের প্রস্তাবিত ১৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য আহবান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন