সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নিহত ৩

 স্টাপ রিপোটার :মুজিবুর রহমান। 

শনিবার (১১ জানুয়ারী) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দরগাহ গেইট এলাকায় ইজিবাইকের পেছনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ৩ নারী শ্রমিক নিহত ও আহত হয়েছেন প্রায় আরও ৩জন।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকরা বাদশা কোম্পানীর পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। সকালে টমটম ইজিবাইকযোগে তারা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগাহ গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়।


এদিকে, ঘটনার পর কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।

Post a Comment

নবীনতর পূর্বতন