সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




ঝিনাইদহে নিখোঁজের সাত দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান 



বাদপুকুরিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে পাওয়া যায় রুবেল হোসেনের মরদেহ; সন্দেহভাজন সাগরকে আটক করেছে পুলিশ।



ঝিনাইদহের সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজের সাত দিন পর রুবেল হোসেন (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল হোসেন ওই গ্রামের পিন্টু মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, গত ১১ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রুবেল। এ ঘটনায় তার পরিবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে পাশের দুলালের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


এ ঘটনায় সাগর নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আটক সাগর নিহত রুবেলের কাছে দুইশ টাকা পেত। এ টাকা লেনদেনের বিষয় থেকে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।


তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার সঠিক কারণ বা ক্লু বলা সম্ভব নয় বলে জানান ওসি।

Post a Comment

নবীনতর পূর্বতন