দুর্গাপুরে পানানগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় অনুষ্ঠিত
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান ফটকে ফুলের শুভেচ্ছা ও শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের বরন করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অতিথিদের বরণ শেষে পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শাহজামাল মিঠু এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও ৩নং পানানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক সেলিনা আখতার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুজিবুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু এমদাদ ইসলাম, পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজেদুর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক বাচ্চু, পানানগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান রাজিব, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম ছানা, পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব রাসেল লিটন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, পানানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, আড়বাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, মারফত আলী, স্থানীয় সংবাদকর্মী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও কর্মচারীদের সার্বিক সহযোগীতায় নবীন বরন ও বিদায় অনুষ্ঠানে সঞ্চালনায় আরও ছিলেন, স্কুল ছাত্রী সুমাইয়া ইয়াসমিন মিম, মিশকাতুল তাসনিম মম ও আমিনা আহমেদ।
إرسال تعليق