দুর্গাপুরে হত্যা মামলায় গ্রেপ্তার ১৫
দূর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে জমিজমার বিরোধের জের ধরে উভয় পক্ষের মারপিটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে দুর্গাপুর থানায় এ মামলা দুটি করা হয় এ মামলায় নারীসহ ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ
পুলিশ জানায়, গতকাল শনিবার দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি খিদ্র লক্ষিপুর গ্রামে জমি সংক্রান্তের বিরোধের জের ধরে উভয়পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে।এতে ফেরদৌসি বেগম (৫৫) নামের একজন নারী নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় নিহতের স্বামী গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭জন নামীও ও ১৫ জন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার ১৩জন আসামিকে গ্রেপ্তার করে
অপর দিকে আরেকটি পক্ষ হত্যা চেষ্টার অভিযোগ এনে মামুন নামে এক ব্যক্তি দুর্গাপুর থানায় হত্যা চেষ্টার মামলা করেন এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে উভয় পক্ষের মারপিটের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মামলায় ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
বাকি আসামিদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে
একটি মন্তব্য পোস্ট করুন