নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান: ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উপহার প্রদান
মো:মেহেদী হাসান খন্দকার।
ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি ,কুড়িগ্রাম।
নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসায় আজ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেহেনুমা তারান্নুম, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ি, কুড়িগ্রাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা ও সাবেক সভাপতি, আইনজীবী সমিতি কুড়িগ্রাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ওমর আলী খান, সুপার, নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসা।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের সম্মানে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি মানবিক ও সামাজিক সংগঠন, যা ২০২১ সালের এসএসসি ব্যাচের মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
একটি মন্তব্য পোস্ট করুন