সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




কেন্দুয়া উপজেলা পৌর বিএনপি'র সভাপতি প্রয়াত মায়ের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী

মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া )নেত্রকোনা প্রতিনিধিঃ 

কেন্দুয়া পৌর বিএনপি সভাপতি খোকন ডিলারের প্রয়াত মায়ের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। শনিবার সকালে কবর জিয়ারত শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, বিএনপি নেতা মোসলেম উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সহসভাপতি হাফেজ আতাউর রহমান কাদেরী।

জিয়ারতকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, বিএনপির নেতাকর্মীরা সবসময় একে অপরের সুখে-দুঃখে পাশে থাকে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন