শিশু ফায়েজ হোসেনের পুকুরে ডুবে মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
কোটচাঁদপুর, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই বছর বয়সী শিশু ফায়েজ হোসেনের।
শিশু ফায়েজ খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে। পরিবারের সদস্যরা জানান, শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ স্কুলের সামনে থাকা পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এলাকায় শোকের ছায়া
শিশুর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির চাচা রাজিব হোসেন জানিয়েছেন, এই ঘটনায় পুরো পরিবার হতবাক এবং শোকাহত। তারা জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা।
থানার তদন্ত
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর জানান, এখনও এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে তিনি জানিয়েছেন, সংবাদ পাওয়ার পর তদন্ত শুরু করেছেন।
এ ঘটনাটি এলাকার জন্য এক গভীর দুঃখের বিষয় এবং শিশু ফায়েজের পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানানো হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন