খালিশপুরে ঢাকার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
আজব মিয়ার ভাটার সামনে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ হারালেন নাজিম
ঝিনাইদহ খালিশপুরে আজব মিয়ার ভাটার সামনে একটি ঢাকাগামী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাজিম, তার বাড়ি সাড়াতলা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নাজিম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, এ সময় দ্রুতগামী একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটিকে আটকের চেষ্টা করে, তবে চালক দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন