সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




নিহত মহসিনের জানাজায় শায়েস্তাগঞ্জবাসীর প্রতিবাদ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জেলা প্রতিনিধি : মুজিবুর রহমান 


ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত মর্মান্তিক ডাকাতির ঘটনায় নিহত ব্যবসায়ী মহসিনের জানাজায় শোকে  শায়েস্তাগঞ্জবাসী প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। আজ বিকাল ৫ ঘটিকায় জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করে এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।



গতকাল গভীররাতে শায়েস্তাগঞ্জের ফার্দিন মার্দিন হোটেলের সামনে ডাকাতরা গাছ ফেলে মহাসড়ক আটকে ডাকাতি চালায়। এ সময় বাধা দিতে গেলে মহসিন ভাই ডাকাতদের হাতে নির্মমভাবে নিহত হন।



জানাজায় শোক ও প্রতিবাদ হয় 


মহসিনের নিজ বাড়ীতে মসজিদের  মাঠে অনুষ্ঠিত মহসিনের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে এলাকাবাসী প্রশাসনের ব্যর্থতার তীব্র নিন্দা জানায়। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় খতিয়ে দেখার দাবি জানায়।


 স্থানীয় বাসিন্দারা বলেন, "মহসিন ভাই আমাদের সবার আপনজন ছিলেন। এভাবে তার চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিচ্ছি, এরপর কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।"

নিরাপত্তার অভাবে জনমনে আতঙ্ক- শায়েস্তাগঞ্জবাসী অভিযোগ করে, এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। এলাকাটি বেঙ্গল থানা ও হাইওয়ে থানার মধ্যে অবস্থিত হওয়ায় দায়িত্ব বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে ধারণা করছেন অনেকে।

 শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, "আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। দোষীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবিগুলো:  ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা। 

হাইওয়ে ও বেঙ্গল থানার কার্যকর সমন্বয়।

মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন।

রাতে নিয়মিত টহল নিশ্চিত করা।

শায়েস্তাগঞ্জবাসী জানিয়েছে, দাবি পূরণ না হলে তারা  রেলস্টেশন, মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন