সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




জেলা গোয়েন্দা শাখা  (ডিবি ২) অভিযান পরিচালনা করে  ৩২ বোতল ভারতীয় মদ   সহ আটক ৩ 


মোঃ রিফাত আলী  জামালপুর দেওয়ানগঞ্জ 



জামালপুরের বকশিগঞ্জে আমদানি নিষিদ্ধ   ভারতীয় ৩২ বোতল মদ পাচারকালে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২। এ ঘটনায় আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা শাখার ডিবি-২ এর এসআই শহীদুল আলম বাদী  হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে  মামলা দায়ের করেন। 


গতকাল বৃহস্পতিবার বকশিগঞ্জ উপজেলার কামালপুর এলাকার লাউচাপড়া খালেক মিয়ার মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন,শেয়ারপুর জেলার শ্রীবদী থানা এলাকার ভাবেলা কোনা গ্রামের শালুমিয়ার ছেলে আতোয়ার হোসেন(৩২) উভয় এলাকার সহিজলের ছেলে গোলাপ হোসেন(২৪),বকশিগঞ্জ থানাধীন বাট্রাজোর জিন্নাবাজার এলাকার জল হকের ছেলে জামান মিয়া(২৫)কে আটক করা হয়। 



জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর ওসি নুরুল ইসলাম বাদল জানান মাদককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন