সন্ধানে বাংলাদেশ সংবাদ





 অপারেশন ডেভিল হান্ট এ গংগাচড়া উপজেলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার



মোঃরাজু মিয়া সোহাগ 

রংপুর বিভাগীয় ব্যুরোঃ



রংপুরের গঙ্গাচড়ায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে খলেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোত্তালেবুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আটটায় খলেয়া ইউনিয়নের ভিন্নজগৎ বিনোদন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তারকৃত মোত্তালেবুল হক হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সদস্যও।


পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, ভীতি সৃষ্টি, হত্যাচেষ্টাসহ নাশকতার অভিযোগে গত বছরের ৩১ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। ঐ মামলার এজাহার নামীয় আসামি তিনি।


গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে খলেয়া ইউপি চেয়ারম্যান মোত্তালেবুলকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন