ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত
মো:মেহেদী হাসান খন্দকার
ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
আজ, ২১ ফেব্রুয়ারি, ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মোঃ সোহেল রানা এবং সোসাইটির কার্যনির্বাহী সদস্যগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন। তারা ভাষা আন্দোলনের শহীদদের অবদান স্মরণ করেন এবং বর্তমান প্রজন্মকে মাতৃভাষা সংরক্ষণ এবং উন্নয়নে সচেতন করার আহ্বান জানান।
এদিন, ১ নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়। ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একে অপরকে মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করার জন্য উৎসাহিত করেন।
এই দিনটি বিশ্বব্যাপী মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা এবং ভাষার প্রতি সম্মান প্রদর্শনের এক অমুল্য দিন হিসেবে পালন করা হয়। ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রচেষ্টার মাধ্যমে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়ে কাজ করে যাচ্ছে।
إرسال تعليق