সরাইলে জেলা প্রশাসকের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা সন্ত্রাস বিরোধী ও বাল্যবিবাহ বন্ধকরণে মতবিনিময় সভায়
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জেলা প্রশাসকের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি মোহাম্মদ দিদারুল আলম এর সঙ্গে’ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মতবিনিময় হয় ।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্যবিবাহ বন্ধকরণ বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে দশটায় উপজেলা পরিষদ হল রুমে। এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো নাজিম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ,সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. রফিকুল হাসান,সরাইল উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার, বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মো. এনাম খান, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. ইফরান খান প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতা কর্মী, ছাত্র প্রতিনিধ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম দিন ব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তর,সরাইল থানা, সদর ইউপি পরিষদ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সরাইল মডেল মসজিদের ইমাম মুফতি বাকি বিল্লাহ।
আব্বাস উদ্দিন
০১৭১৫৭৫৬২১০
إرسال تعليق