কেন্দুয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া)নেত্রকোণা প্রতিনিধিঃ
বুধবার (৫ ফেব্রুয়ারি) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটী ফতেপুর গ্রামে প্রতিষ্ঠিত মীর হোসাইন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর আগে সকাল ১১টার দিকে কৈলাটী ফতেপুর দাখিল মাদ্রাসার মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীতের সাথ সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দুয়া পৌর প্রশাসক ও কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার।
এসময় প্রধান অতিথি ইমদাদুল হক তালুকদার বলেন- শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা তখনই হয়, যখন সেটা সুশিক্ষায় পরিণত হয়। শুধু লেখাপড়া করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ জাতি হিসেবে গড়ে ওঠে না, তার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতিও চর্চার দিকেও গুরুত্ব দিতে হবে। এরকম একটা অজপাড়াগাঁয়ে স্কুলটি প্রতিষ্ঠা করায় মীর হোসাইন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক মো. মজিবুর রহমান কিবরীকে ধন্যবাদ জানান প্রধান অতিথি।
মীর হোসাইন কিন্ডারগার্টেনের প্রদান উপদেষ্টা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, কৈলাটী ফতেপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কদ্দুস, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, শামসুল হক মাস্টার ছাত্র কল্যাণ ট্রাস্টের পরিচালক আলহাজ্ব খায়রুল কবির কাঞ্চন।
এছাড়াও সাংবাদিক, অত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
إرسال تعليق