সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




কৈমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত 



মোঃরাজু মিয়া সোহাগ 

রংপুর ব্যুরো প্রধানঃ



নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী  ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,১৩ ই ফেব্রুয়ারী ২০২৫ ইং বৃহস্পতিবার , বিকেল ৫ ঘটিকায় কৈমারী  ইউনিয়ন পরিষদ  মাঠে।



বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশে কৈমারী  ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃআব্দুল আজিজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলার আমীর মোখলেছুর রহমান।



আরো উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার নায়েবে আমীর কামারুজ্জামান আরো উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার সহকারী সেক্রেটারী প্রভাষক মুজাহিদ মাসুম। আরও উপস্থিত ছিলেন,জলঢাকা উপজেলার কর্মপরিষদের সদস্য মাওলানা তোজাম্মেল হোসাইন, প্রমুখ।'


কৈমারী  ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশটি কৈমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাইয়েদার রহমান এর সঞ্চালনায় পরিচালিত হয়।এ সময় বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী  'একটি আদর্শের নাম।


এদেশ আমাদের সকলের, এদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। জীবন দিয়ে হলেও আমরা সকলে সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 


আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল কর্মী  এক হয়ে বাংলাদেশকে শক্তিশালী করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সকল অঙ্গ সংগঠনের মিলে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো সবাই।

Post a Comment

নবীনতর পূর্বতন