সন্ধানে বাংলাদেশ সংবাদ

 





প্রতিমন্ত্রী-শাহরিয়ার আলমের বাসায় আ’গুন জ্বা’লিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা



স্টাফ রিপোর্টার-


রাজশাহীর-৬ আসনের  সাবেক এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায়  আগুন দেওয়া  হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে বাঘার আড়ানী  পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তিনতলা বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ  জনতা।

প্রত্যক্ষদর্শীরা  জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে  শতাধিক মোটরসাইকেলে  বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি  হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া  হয়।

স্থানীয়রা জানান, বাড়ীর  ভিতরে আগুন জ্বলছিলো। দুপুর ২ টা পর্যন্ত বাড়িটি থেকে  ধোয়া উড়তে দেখেছি। ততক্ষণে  কেউ বাড়ীতে নেভানোর কাজে এগিয়ে আসেনি। এমনটি ফায়ারসার্ভিস  কর্মীদেরও দেখা যায়নি।

শাহরিয়ার আলম ২০০৮ সালের  নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা- চারঘাট) আসনের এমপি নির্বাচিত  হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। দুই মেয়াদে তিনি আওয়ামী  লীগ সরকারের পররাষ্ট্র  প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে  দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর  প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। তবে  শাহরিয়ারের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত  বাড়ীটিও জ্বালিয়ে দেওয়া হলো।আওয়ামী সরকারের  পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে  আছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন