সন্ধানে বাংলাদেশ সংবাদ






 জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারাণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা শাহাজুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারাণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এর বিরুদ্ধে অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


২৪ ফেব্রুয়ারি(সোমবার)বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের নিমতলা মোড়ে ব্যানার-ফেষ্টুন হাতে দাড়িয়ে এই মানববন্ধন করেন নেতাকর্মীরা। এর পূর্বে নেতাকর্মীরা পৌর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে সমবেত হন।


মানববন্ধনে পৌর বিএনপি’র সহ সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে

বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র সহ-সভাপতি মমতাজুল ইসলাম,পৌরযুবদলের আহব্বায়ক শফিকুল ইসলাম জুয়েল,জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপি’র যগ্ম সাধারণ সম্পাদক শাহ মুর্তুজা হক অষ্টিন। এ সময় নেতা কর্মীরা অপপ্রচারকারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন