ফুলবাড়ী পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় ফুলবাড়ী থানা চত্বরে থানার কার্যক্রম এবং আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পুলিশের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এ লক্ষ্যে ওপেন হাউজ - ডে অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ একে এম খন্দকার মহিব্বুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, তদন্ত ওসি মোঃ আল মামুন।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা জামাতের আমির মওলানা হাবিবুর রহমানসহ জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির,সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী ( খোকন), তেল, গ্যাস খনিজ সম্পদ কমিটির আহবায়ক মো. জুয়েল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব আবুল বাসার, পৌর বিএনপির সহ সভাপতি মো. মনতাজ, যুবদলের সদস্যা সচিব মো. মাহাবুর আলম ( মিলন) , পৌর যুবদলের সদস্য সচিব
মো. মানিক মন্ডল
ইউপি সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ ও গ্রাম্য পুলিশসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। আলোচনায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষটা বলেন, ওসি একে এম খন্দকার মুহিব্বুল ফুলবাড়ী থানার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভয়াবহ মাদকের থাবা থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে ৯০% মাদক মুক্ত করেছেন ফুলবাড়ী।
প্রধান অতিথি নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত সকলের কাছে মাদক, সন্ত্রাস, ভুমিদখল, বাল্য বিবাহ সহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে নানান সুবিধা ও অসুবিধার গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন