শত্রুতার জেরে ৯৫০ কলা গাছ কেটে ফেললো প্রতিপক্ষ
মোঃ রিফাত আলী জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০ সাগর কলার গাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
মঙ্গলবার রাতে উপজেলার বাঁশচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো: সোহেল রানা জানায়, ১৫ থেকে ২০ দিন পর কলা গুলো পরিপক্ব হতো তখন আমি কলা গুলো বিক্রি করতে পারতাম। আমি কৃষি ব্যাংক থেকে ঋণ করে বাগান করেছিলাম। আমার বাগান নষ্ট করেছে বাঁশচড়া এলাকার আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ সহ আরও কয়েকজন। তারা আমার প্রায় ৫ লক্ষ টাকার কলা গাছ কেটে আমাকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে আমি এখন ''কি করবো-কোথায় যাবো" এভাবেই অশ্রুসিক্ত কণ্ঠে কথা গুলো বলছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল রানা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার মফিজুল, ফারুক, নাজমা, আসমা, মৌসুমিসহ আরো কয়েকজন জানান, কোন কিছু বুঝে উঠার আগেই আব্দুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ মিলে তারা আরও ৫-৬ জন লোককে সঙ্গে নিয়ে এসে কলাগাছগুলি নির্দয়ভাবে কেটে ফেলে। এতে সোহেলের অনেক ক্ষতি হয়েছে। আমরা এদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান কোন বলেন, আমাদের জমি আমরা সোহেল কে ৩ বছরের জন্য লিজ দিয়েছিলাম, লিজের মেয়াদ শেষ হয়ে গেলোও সে যায়গা ছাড়ছিলো না। তাই আমরা আমাদের প্রয়োজনে যায়গাটা খালি করেছি।
একটি মন্তব্য পোস্ট করুন