দুর্গাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পান বরজে আগুন লাগানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে মহামান্য আদালতের জারীকৃত ১৪৪ ধারা অমান্য করে প্রতিপক্ষে ফাঁসাতে পান বরজে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের ও তার সহযোগীদের বিরুদ্ধে ।
৮ ফেব্রুয়ারী (শনিবার) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউপির ক্ষিদ্রলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। লাগানো আগুনে শুধুমাত্র পাশের বেড়া পুড়েছে তবে পান বরজের চালা ও সম্পূর্ণ পান অক্ষত রয়েছে।
ভুক্তভোগী জাহিদ হোসেন জানান, আওয়ামী প্রভাবশালী রিয়াজুল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে আমাদের জমি অবৈধভাবে ভোগ দখল করে আসিতেছে যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত থেকে বিবাদমান পান বরজের উপর ১৪৪ ধারা জারি করেছে। আদালতের প্রতি সম্মান রেখে আমরা কোন রুপ বিবাদে যাইনি । আমাদের ফাঁসাতে পূর্ব পরিকল্পিতভাবে পান বরজ-টির নেট খুলে চারদিকের বেড়াতে আগুন লাগায়। ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজে আমাদের ঘুম ভেঙ্গে গেলে বাহিরে দেখি বেড়াতে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, রিয়াজুল ইসলাম,
সাইদুল , শহিদুল ইসলাম, মাইনুল,আলম ,আবু সাইদ , আব্বাস , মোস্তফা, জব্বার,জীবন অজ্ঞাত কিছু লোকজন। ফায়ার সার্ভিস ও আমাদের আত্মীয়-স্বজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। বরজ-টির পান ওপরে ছাউনি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
প্রত্যক্ষদর্শী মরিয়ম বিবি জানান, পান বরজটি-তে নতুন নেট লাগানো ছিল। সেটি খুলে আগুন লাগিয়েছে প্রতিপক্ষের ভাসানোর উদ্দেশ্যে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। তবে এমন ফাঁসানোর চেষ্টার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।
এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলাম জানান, পান বরজ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমি জড়িত নয় । আম বাগান নিয়ে আমি মন্তব্য করতে পারবো।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, পান বরজে অগ্নিকাণ্ডের ঘটনায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনী। করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন