রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় এ জামাত অনুষ্টিত হবে
মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী
তবে আবহাওয়া প্রতিকূল হলে, একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। প্রধান জামাতে ইমামতি করবেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন। ঈদের দ্বিতীয় প্রধান জামাত টিকাপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং সকাল সাড়ে ৮টায়।
এদিকে সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সড়কে।রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়।
এছাড়া রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ। এদিকে ঈদের মাঠের প্রস্তুতি ও নিরাপত্তার কাজ করেছে র্যাব ৫ এর সদস্যরা। সকাল থেকে দিনভর তারা ডগ স্কোয়াড নিয়ে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিত করেছেন। দুপুরে র্যাব ৫ এর সহ অধিনায়ক মেজর আসিফ আল রাজেক সাংবাদিকদের বলেন, ঈদের আগে পরে অন্তত ১০ দিন তারা নগরীতে সার্বিক ভাবে নিরাপত্তা দেবেন। এসময় সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহ ভাজন গাড়ি বা ব্যক্তিকে তল্লাশীর কথাও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন