রাজশাহীতে ইয়োর কার'র ঈদ সামগ্রী বিতরণ
২৩-০৩-২০২৫
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহীতে রিকন্ডিশন গাড়ী রপ্তানিকারক প্রতিষ্ঠান ইয়োর কার ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (২৯ মার্চ) বিকেল ৪টায় নগরীর হেতেম খাঁ গোরস্থান মাঠে পঞ্চাশ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইয়োর কার আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো:আসলাম-উদ-দৌলা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ইয়োর কারের স্বত্ত্বাধিকারী মো: সারোয়ার আলম সিদ্দিকী জোহার বড় ভাই বিশিষ্ট ব্যাংকার নূরে আলম সিদ্দিকী তোহা, স্থানীয় তরুণ তরিকুল ইসলাম, সমাজ সেবক রবিন,রনি, তাওসিফ প্রমুখ।
রাজশাহীর সন্তান সাবেক ছাত্রনেতা জাপান প্রবাসী ব্যবসায়ী সারোয়ার আলম সিদ্দিকী জোহার প্রতিষ্ঠিত ইয়োর কার রাজশাহীসহ সারাদেশে নির্ভরতা, বিশ্বস্ততার সহিত রিকন্ডিশন গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ সরবরাহ করে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ব্যবসার পাশাপাশি নগরীতে সামাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এর আগে একই দিনে সকালে রাজশাহী মসজিদ মিশন একাডেমিতে কর্মরত ৪র্থ শ্রেনীর ২১ জন কর্মচারীর মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন।
একটি মন্তব্য পোস্ট করুন