কেন্দুয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশু নিহত
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
আজ রোজ বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুর আনুমানিক ১২:৫০ মিনিটের সময় নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার ১০ নং কান্দিউড়া ইউনিয়নের সল্পটেংগুরী গ্রাম এর মোঃ আব্দুল লতিফের মেয়ে লাবিভা ইসলাম মোসসাফা ( ৪) পুকুরে ডুবে নিহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে সরজমিনে গিয়ে নিহত লাবিভা ইসলাম এর বাবার সঙ্গে কথা বলে জানতে পারলাম, তাঁর বাড়ির সামনে একটি পুরনো পুকুরে পাশে নতুন একটি পুকুর রয়েছে। এই নতুন পুকুরে সে যখন যায়,তখন আমি তাঁর পাশেই ছিলাম, আমি পুকুর থেকে একটু দূরে চলে যাই আর পিছনের দিকে লক্ষ করিনি,আমি মনে করেছি পুকুর থেকে আমার মেয়ে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর আমি আবার পুকুরে পাশ দিয়ে বাড়িতে আসার সময়, আমার মেয়েকে পুকুরে পানিতে ভাসতে দেখি, তখন থাকে পুকুর থেকে উপরে তুলে বুঝতে পারলাম সে আর জীবিত নেই।
লাবিভা ইসলাম মোসসাফার দুঃখজনক মৃত্যুতে নিজ পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন