_*পুঠিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
*_
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পুঠিয়া কারিগরি কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর
অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর
মাওলানা আব্দুল খালেক ও
জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন
পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী মির্জার সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ প্রমূখ।
কর্মী শিক্ষা শিবিরে ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বাছাইকৃত ৮৫ জন কর্মী অংশগ্রহণ করেন। এ সময় কুরআনের দারস পেশ করার পর সংগঠনের সিলেবাসের বই ও নির্বাচিত বিষয়ের উপরে আলোচনা পেশ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন