কোটচাঁদপুর নওদাগা বাসস্ট্যান্ডে ভ্যান ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ফাজিলপুরের বাসিন্দা নিহত, দূরত্ব বেশি থাকায় বিলম্বে পৌঁছায় ফায়ার সার্ভিস
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় আজ দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী পরিবহন ও একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
নিহত ব্যক্তির বাড়ি কোটচাঁদপুরের ফাজিলপুর গ্রামে। তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানটি বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের অভিযোগ, ফাজিলপুর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব অনেক বেশি হওয়ায় তাদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। ফলে দ্রুত উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।
এদিকে খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন