বাগমারা'য় উত্তেজিত জনতার হাতে গণপিটুনিতে যুবক হ*ত্যা-১২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা-
স্টাফ রিপোর্টার-
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নে রনশিবাড়ি বাজারে মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার হাতে অভিযুক্ত যুবক নিহতের ঘটনায় অজ্ঞাত ১২০০ জনকে উল্লেখ করে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, নিহত মাছ ব্যবসায় আব্দুর রাজ্জাকের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশকে আহতের ঘটনায় বাগমারা থানার এসআই আব্দুল গনি চৌধুরী বাদী হয়ে অপর একটি মামলা করেছেন।
পুলিশ বলছে, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মব জাস্টিসে কারো ইন্ধন ছিল কিনা। ব্যবসায়ীকে চুরিকাঘাতে হত্যার ঘটনা, পুলিশ সদস্যদের ওপরে চড়াও—সার্বিক বিষয়ে মাথায় রেখেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাণশিবাজার এলাকায় আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করে আমিনুল ইসলাম।
এসময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। কিন্তু এর কিছুক্ষণ পর উত্তেজিত জনতা বাজারে এসে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।
বাগমারা থানারন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় একটা হত্যা মামলা হয়েছে। অপর একটি মামলা হয়েছে জনগণ উত্তেজিত হয়ে পুলিশকে আহত করেছে, এজন্য পুলিশ এসোল্ড একটি মামলা হয়েছে। একটি মামলার বাদী হয়েছে নিহত মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ভাই মো. একরাম প্রামাণিক। অপর মামলার বাদী হয়েছেন বাগমারা থানার এসআই গনি চৌধুরী। আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় ১২০০ জনকে। যেন পুরো গ্রাম চলে এসেছিল। মামলা দুটি নিয়ে কাজ করছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন