লালমনিরহাটে বিকেএসপির জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।
বিকেএসপির আয়োজনে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে গত ১১ এপ্রিল শুক্রবার সকালে খেলোয়াড় বাছাই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিকেএসপির ডেপুটি ডাইরেক্টর এডমিন মোঃ সগির হোসেন। লালমনিরহাট জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি গত ১১ এপ্রিল শুক্রবার সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে ।খেলোয়াড় বাছাই কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির ‘তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ প্রদান কার্যক্রম ২০২৫' এর আওতায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন ক্রিকেট কোচ এস এম আসাদুল হক, হকি সিনিয়র কোচ মোহাম্মদ আলমগীর আলম,অ্যাটলেটিক কোচ জয়নাল আবেদীন, টেবিল টেনিস কোচ রিয়াজ মাহমুদ রকি, ফুটবল কোচ সৈকত ভৌমিক, শুটিং কোচ
মোঃ জাহিদ হাসান, সাঁতার কোচ মোঃ আহসান হাবিব, বক্সিং কোচ মোঃ লিটন মাহামুদ,আর্চারি কোচ মোঃ গোলাম সরোয়ার, কোচ ভলিবল মোঃ মাহাবুব হোসেন । খেলোয়ার বাছাই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ ও গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু ।
একটি মন্তব্য পোস্ট করুন