সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




মহেশপুর সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফের আটক দুই কিশোর বিজিবির কাছে হস্তান্তর


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

গোপালগঞ্জের তীর্থ ও অরিন্দমকে ফিরিয়ে আনলো বিজিবি, পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষীদের অংশগ্রহণ



ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তে অনুষ্ঠিত হলো এক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক। রোববার দুপুরে এই বৈঠকে অংশ নেন বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কোম্পানি কমান্ডাররা।


বৈঠকে আলোচনার পর ভারতের বিএসএফ গোপালগঞ্জ জেলার ভোমরাশুর গ্রামের দুই কিশোর—তীর্থ বিশ্বাস (১৯) ও অরিন্দম বিশ্বাস (১৫)—কে বিজিবির কাছে হস্তান্তর করে। জানা যায়, সীমান্ত এলাকা অতিক্রমের সময় তারা বিএসএফের হাতে আটক হয়।


পতাকা বৈঠকে বিএসএফ ৫৯ ব্যাটালিয়নের রণঘাট কোম্পানির কমান্ডার এসি অভিষেক কুমার এবং বিজিবি ৫৮ ব্যাটালিয়নের মাঠিলা কোম্পানির কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে বিজিবি দুই কিশোরকে মহেশপুর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।


এই ধরনের পতাকা বৈঠক দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। এতে করে ভুলবশত সীমান্ত পার হওয়া সাধারণ মানুষদের দ্রুত ফেরত পাওয়ার পথ সুগম হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন