রূপগঞ্জে নব নিযুক্ত সহকারী কমিশনার ভূমির সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নব নিযুক্ত প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি, পূর্বাচল রাজস্ব সার্কেল মোঃ তাছবির হোসেনের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, ইউপি সদস্য ও বাসিন্দাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সন্ধ্যায় উপজেলার গুতিয়াবোস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশাসক তাছবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নূর নবী ভুঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আবু বকর, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের,ইউপি সচীব হাবিবুল্লাহ, জেলা তাঁতী দলের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ সহ গন্যমান্যরা।
একটি মন্তব্য পোস্ট করুন