সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



টেঁকির ঘরে বিদ্যুতের আলো গ্রামে নতুন উদ্যোগে হাওয়া বদলের ইঙ্গিত


বিশেষ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

ঝিনাইদহের বিল্লাল হোসেন নিজ হাতে তৈরি করলেন বিদ্যুৎচালিত টেঁকি কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে আসছে গতি ও সহজতা



যেখানে হারিয়ে যাচ্ছিল এক সময়ের গ্রামীণ যন্ত্রপাতির গৌরব, সেখানেই আবার আশার আলো জ্বলেছে। টেঁকি একটা নাম, যেটা এক সময়ের প্রায় প্রতিটি গ্রামের পরিচিত শব্দ ছিল। আজ তা কালের গহ্বরে হারিয়ে যাওয়ার পথে। তবে ঝিনাইদহের গালা গ্রামের তরুণ বিল্লাল হোসেন ঠিক তখনই দেখালেন এক নতুন দিশা।


তিনি বানিয়েছেন একটি বিদ্যুৎচালিত টেঁকি, যা পুরনো কাঠামোকে বজায় রেখে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি। এতে শুধু সময় ও শ্রমই সাশ্রয় হচ্ছে না, বরং গ্রামীন নারীরা পর্যন্ত নির্ভয়ে এটি ব্যবহার করতে পারছেন।


এই যন্ত্রে একটি শক্তিশালী মোটর যুক্ত করা হয়েছে, যা চালু হলে কাঠের হাতুড়ির মতো অংশটি স্বয়ংক্রিয়ভাবে উপরে নিচে ওঠানামা করে। তার নিচে রাখা হয় ধান, পাট, মচি কিংবা মসলা যা মুহূর্তেই গুঁড়ো বা চূর্ণ হয়ে যায়।


বিল্লাল জানান, “আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট করে টেঁকি চালাতে হতো, এখন এক বোতামে পুরো কাজ সহজে হয়ে যায়।”


ঘরে বসেই রোজগারের সুযোগ


এই যন্ত্র ব্যবহারে নারীরাও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। একজন ব্যবহারকারী বলেন, “আগে হাতের জোর না থাকলে সম্ভব ছিল না, এখন তো মেশিনে হাত না লাগিয়েই কাজ হয়ে যায়।” ফলে ঘরে বসে নারীরা নিজেরা কাজ

Post a Comment

নবীনতর পূর্বতন