সন্ধানে বাংলাদেশ সংবাদ




 চিলমারী মডেল থানা পুলিশের অভিযানে ০৬ জুয়ারী গ্রেফতার 


মো:মাইনুল ইসলাম 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 



কুড়িগ্রাম চিলমারী মডেল থানা এলাকায় অদ্য ইং-০৬/০৪/২০২৫খ্রিঃ বিশেষ অভিযান  পরিচালনা করে রাত্রী  ২১:৩০ ঘটিকায় ০৪ নং রমনা মডেল ইউনিয়ন জোড়গাছ পুরাতন বাজার নামক  এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামি ১। মোঃ বাবুল মিয়া (৫০), পিতা- মৃত্যু দলিল উদ্দিন,  সাং- জোড়গাছ বাজার খরখরিয়া, ০২। সাইদুল ইসলাম  (৪০), পিতা- মৃত  এন্তা হক  , সাং-জোড়গাছ মন্ডলপাড়া ,উভয় থানা - চিলমারী সাথে থাকা নগদ ১,৭২০/- টাকা ও জুয়া খেলার সামগ্রী  সহ  গ্রেপ্তার।


একই তারিখ পৃথক অভিযান পরিচালনা করে রাত্রী ২৩:৩০ ঘটিকায় ০৩ নং থানাহাট ইউনিয়ন বালাবাড়ি মোড় নামক  এলাকা হতে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেন পুলিশ। মোঃ আমিনুল  ইসলাম (৪০), পিতা- মৃত্যু  মহির উদ্দিন, সাং- বজরাতবকপুর, মোঃ বিজু মিয়া(৩৬), পিতা- মৃত্যু তসলিম উদ্দীন, সাং- ডাওয়াইটারি বনবিভাগ মোড়,মোঃ মুন্না মিয়া(৪৬), পিতা- মৃত্যু আব্দুল কাদের, সাং- শিঙ্গির ভিটা (বালাবাড়িরর পশ্চিম পাশে), মোঃ মহব্বত  আলী (৩৬), পিতা- মৃত্যু রফিয়াল মন্ডল, সাং- কলতা পাড়া(জোরগাছ বাজার) চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান বলেন,, নগদ -২,০৮০/- টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৩/৪ রুজু করে থানা হাজতে পাটানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন