সন্ধানে বাংলাদেশ সংবাদ




 ফুলবাড়িতে বিএনপি'র যৌথ সভা অনুষ্ঠিত 


 দিনাজপুর  প্রতিনিধি 


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল ফুলবাড়ী আদর্শ কলেজ হল রুমে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। 

সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর হোসেন।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মর্তুজাহক শাহ অষ্টিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হীরা সরকার, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন,পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান,

যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড,শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান মোনাজ,  পৌর ছাত্রদলের সদস্য মো. নিসানুর রহমান,  উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও  সাত ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে, যারা রাজপথে ছিল তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন