সন্ধানে বাংলাদেশ সংবাদ




 মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান


ঝিনাইদহের হানিফপুরে কৃষিকাজের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রাণ হারালেন ২৬ বছরের বাবু, এলাকায় শোকের ছায়া



ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের হানিফপুর গ্রামে কৃষিকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাবু সকালে হানিফপুর মাঠে চাষের কাজে যান। সেখানে একটি কৃষি প্রকল্পের পুকুরে মোটরের সাহায্যে পানি সরবরাহ করা হচ্ছিল। কাজ করার একপর্যায়ে হঠাৎ বৈদ্যুতিক মোটরের শর্ট সার্কিট হলে বাবু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।


স্থানীয় কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত বাবু হানিফপুর গ্রামের বাগানপাড়া এলাকার বাসিন্দা মরহুম মারুফ হোসেনের ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ একটি ছোট সংসার চালাচ্ছিলেন। বাবুর মৃত্যুর খবরে তার আট বছরের কন্যা ও তিন বছরের পুত্র সন্তান পিতৃহীন হয়ে পড়েছে।


এই আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, বাবু ছিলেন একজন পরিশ্রমী ও সদাচারী যুবক। তাঁর অকাল মৃত্যু সবাইকে হতবাক করেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন