সন্ধানে বাংলাদেশ সংবাদ




 র‌্যাবের যৌথ অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ এজাহারনামীয় মূলহোতা আসামী শিফাত’কে জিএমপি গাজীপুর কাশিমপুর থানা এলাকা থেকে গ্রেফতার





মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :


 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব । 



মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদী মোঃ সোহেল রানা(৪৪), পিতা- মৃত আইনুদ্দিন সরকার, সাং- খারিজাগাতী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী এর মেয়ে ভিকটিম একজন ১৪ বছরের নাবালিকা মেয়ে এবং রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আসামী মোঃ শিফাত (১৮), পিতা- মোঃ আমির হোসেন, সাং- বিজয়নগর দরগাপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী পাশ্বর্ব তী গ্রামের ছেলে। আসামী মোঃ শিফাত ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিত। ভিকটিম তার কুপ্রস্তাবে রাজী না হয়ে বিষয়টি বাসায় গিয়ে বাদীকে জানায়। এরই ধারাবাহিকতায় গত-০৮/০৪/২০২৫  তারিখ দুপুর আনুমানিক ০২:৫৫ ঘটিকায় ভিকটিম নিজ বাসা হতে উচ্ছাস কোচিং সেন্টারে যাওয়ার পথে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ীহটি থেকে ৫০০ গজ পূর্বে পৌছাঁলে আসামী শিফাত এবং তার সহযোগী ০৩ জন সহ ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। 



ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে রাজশাহী এর গোদাগাড়ী থানায় ৪ জনকে এজাহার নামীয় আসামী করে একটি অপহরণ মামলা দায়ের  করেন, যার মামলা নং-১৮, তারিখঃ গত ১৫ এপ্রিল ২০২৫ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০(সংশোধনী ২০২০) এর ৭/৩০।। 


           উল্লেখিত মামলার প্রেক্ষিতে ভিকটিম কে উদ্ধার ও আসামীদের ’ কে গ্রেফতারের অভিযানে নামে র‌্যাব।


 এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী, গাজীপুর এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ সময় ১৫.৫৫ ঘটিকায় জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ড মোহাম্মদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম এবং মামলার ১ নং এজাহার নামীয়  আসামী ১। শিফাত(১৮),পিতা- মোঃ আমির আলী, সাং- বিজয়নগর দরগাপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী ’কে গ্রেফতার করে। 



 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন