ইতিহাসবিদ ড. মোঃ হাফিজুর রহমান ভূঁইয়া'কে কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ সংবর্ধনা
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে ইতিহাসবিদ ও সাবেক সচিব, ড. মোঃ হাফিজুর রহমান ভূঁইয়া'কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত হন দেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাবেক সচিব ও বাংলাদেশ সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন-২০২৪ এর সদস্য ড. মোঃ হাফিজুর রহমান ভূঁইয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সঞ্চালনায় করেন- আন-নূর পাঠাগারের প্রতিষ্ঠাতা কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবদুল সাত্তার, কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজল চৌধুরী, সাবেক রিপোর্টাস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান ভুইঁয়া, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঁইয়া, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ ও নুরুল হুদা খান,কেন্দুয়া সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাঙালি, শায়মা জাহান একাডেমি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক কাজল খান, কেন্দুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন, প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলবাহার খান, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা দিনকালের প্রতিনিধিঃ মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, কেন্দুয়া পৌর ছাত্র দলের আহবায়ক আশরাফুল ইসলাম, সাংবাদিক কোহিনূর আলম, রুকন উদ্দিন, শাহ আলী তৌফিক রিপন,লাভলী আক্তার, মোফাজ্জল হোসেনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ,স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ড. মোঃ হাফিজুর রহমান ভূঁইয়ার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন- “তিনি শুধু একজন দক্ষ প্রশাসক নন, একজন মননশীল গবেষক ও ইতিহাস অনুরাগী চিন্তাবিদও।
ড. মোঃ হাফিজুর রহমান ভূঁইয়া ১৯৫৫ সালে মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা-মৃত সুরুজআলী ( ব্যবসায়ী) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পরবর্তীতে ইতিহাস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালের বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি ১৯৮৩ সালে কক্সবাজার মহকুমা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০১৫ সালে তিনি সরকারের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশন এবং বিশ্ব ব্যাংকে কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করাকালীন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিলে বর্তমানে তিনি ঐ দায়িত্ব পালন করছেন।
তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণাকর্মে যুক্ত রয়েছেন এবং ইতোমধ্যে তার একাধিক গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই সব কর্মই তাঁকে একজন ব্যতিক্রমধর্মী চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সংবর্ধনা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে প্রধান অতিথি বলেন- কেন্দুয়াকে গর্বিত করতে হলে আগে শিক্ষার মান উন্নয়ন করতে হবে।
আমি শুধু কেন্দুয়াকে নয় বৃহত্তর ময়মনসিংহ বিভাগকে করে যেতে চাই।
আমার দেওয়ার কিছু নেই, তবে এই মুহূর্তে একটি ঘোষণা দিচ্ছি কিছু বই ও বুকসেল দিয়ে বক্তব্য দিয়ে শেষ করছি।
একটি মন্তব্য পোস্ট করুন