তাহেরপুর ৭নং ওয়ার্ড কোয়ালীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও পুরষ্কার বিতরণ-
মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার-
রাজশাহী’র বাগমারা’র তাহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কোয়ালী পাড়া সর্বস্তরের জনসাধারণ ও বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন খেলাধুলা সেই সাথে পুরষ্কার বিরতণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ডিসেম্বর বুধবার সকাল ৭ ঘটিকা’য় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সারাদিন খেলাধুলা বয়স্কদের ১০০ মিটার দোঁড়, বালিশ খেলা,বেগুন খেলা,পানিতে সাঁতার কাঁটা,পানিতে হাঁস ধরা,মোটরসাইকেল খেলাসহ চারটি ফুটবল ম্যাচ শেষে,বিকালে পুরষ্কার বিরতণ করা হয়।
কোয়ালীপাড়া (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আহাদ আলী মোল্লা,ও প্রধান শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে, আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপি সভাপতি আ.ন.ম শামসুজ্জামান মিন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, মো: মিজানুর রহমার মজনু,৭নং ওয়ার্ড বিএনপি তাহেরপুর পৌরসভা, মো: সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি তাহেরপুর পৌরসভা,উপস্থাপন করছেন মোঃ সুমন পারভেজ। মঞ্চে আরো উপস্থিত ছিলেন,মো: জামানুর রহমান, স্বেচ্ছাসেবক ওযার্ড সভাপতি,৭ নং ওয়ার্ড তাহেরপুর পৌরসভা, মো: আকবর আলী, মো: আজগর আলী,মো: আজিম আলী,মো জহুরুল ইসলাম,ছোট জামানুরসহ কোয়ালীপাড়া সর্বস্তরের জনসাধারণ ও বিএনপির নেতাকর্মী প্রমুখ। এছাড়াও উক্ত ৭ নং ওয়ার্ডে কোয়ালীপাড়া (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা’য় অংশগ্রহণ করেন।
إرسال تعليق