সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালানের ৩ সদস্য গ্রেফতার 

জামালপুর প্রতিনিধিঃ 


১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালান চক্রের ৩ জন গ্রেফতার  করেছে জামালপুর ডিবি পুলিশ।

আজ ভোর ০৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া এলাকার জামালপুর টু শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শূল্ক ও কর ফাঁকি দিয়ে  বাংলাদেশে আনায়ন করা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়ি সহ তিন  চোরাকারবারীকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ রাকিব মিয়া  সজিব(২০), পিতা-মোঃ আবু তাহের, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-উরফা (শিমুলতলী বার মাইশ্যা বাজারের পাশে), ০৩নং ওয়ার্ড, দরপর বাজার ইউপি, থানা-নকলা, জেলা-শেরপুর, ২। মোঃ মোস্তাক আহম্মেদ(২৪), পিতা-মোঃ হারেজ আলী, মাতা- মোছাঃ মোর্তজা বেগম, সাং-ঝলঝলিয়া(গারোদের গির্জার পাশে), ভুবন কুড়া ইউপি, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ মাহমুদুল আল হাসান লিখন(৩৬), পিতা- মৃত খলিলুর রহমান, মাতা-মোছাঃ নাজনিন আক্তার, সাং-দূর্গা নারায়নপুর (০২নং ওয়ার্ড নবারুন স্কুলের পাশে), শেরপুর পৌরসভা, থানা ও জেলা-শেরপুর।


জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত জিরা সহ ট্রাক গাড়ি সহ আটক করেন এসআই(নিঃ)/ মোঃ আসাদুজ্জামান ও এসআই(নিঃ)/ সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে জামালপুর সদর থানার মামলা নং-৪৬/৭২৪, তারিখঃ ২৮/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)/২৫-ডি রজু পূর্বক রিমান্ড আবেদন সহ আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Post a Comment

أحدث أقدم